গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গীর পাগাড় ঘাটপাড় এলাকায় জনৈক বিপুলের রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত আটটার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত ওই রিকশাচালকের নাম শাহিন আলম (৩২)। তিনি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার জলচুকা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিন আলম পেশায় একজন অটোরিকশাচালক। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি অটোরিকশা আনতে গ্যারেজে যান। এ সময় তাঁর রিকশাটির ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। পরে ব্যাটারি থেকে তার বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ ফারুক হোসেন বলেন, শাহিন আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েই থানা পুলিশের খবর পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।