টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় আসাদুজ্জামান নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু রেল লাইনের মির্জাপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আসাদুজ্জামান তেজগাঁও কলেজের প্রভাষক বলে জানিয়েছেন। তাঁর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
টাঙ্গাইল স্টেশনের মাস্টার সোহেল মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্টেশনের মাস্টার আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।