Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ২৫০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন যাবৎ ওই নারী হেরোইনের চালান এনে টঙ্গী ও আশপাশের এলাকায় কারবার করতেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। 

গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া নারী হলেন—স্মৃতি বেগম (৩২)। তিনি গাজীপুর টঙ্গীর এরশাদ নগর এলাকার তিন নম্বর ব্লকের সৈয়দ মুন্সির মেয়ে। তিনি ওই এলাকায় স্বামী লালু মিয়ার বসবাস করেন। 

পুলিশ বলছে, বুধবার রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে স্মৃতি বেগমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে থেকে ২৫০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। দীর্ঘদিন যাবৎ ওই নারী হেরোইনের চালান এনে টঙ্গী ও আশপাশের এলাকায় বেচা-কেনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ইয়াবার মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার, বাবা-মেয়ে গ্রেপ্তার

রাজধানীতে উপাধ্যক্ষকে খুনের দায় স্বীকার করে আদালতে দম্পতির জবানবন্দি

শরীয়তপুরে পদ্মা নদীতে বাল্কহেডডুবি, নিখোঁজ ২

ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি করতে পুলিশের অনুমতি নিতে হবে: ডিএমপি

ছয় ঘণ্টা পর দাবি পূরণের আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকেরা

পলক-সেলিমসহ ৫ জন বিভিন্ন মামলায় রিমান্ডে

ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাবির মার্কেটিং বিভাগের বিক্ষোভ-মানববন্ধন