মাদারীপুরের কালকিনিতে নারিকেল গাছ থেকে পড়ে হাফেজ মো. রাসেল সরদার (২১) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঁশগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমাম মো. রাসেল সরদার (২১) একই এলাকার আউলিয়ারচর গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে। তিনি মধ্যেরচর গ্রামের আশরাফুজ্জামান ফকিরের বাড়ির মসজিদের ইমাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের আশরাফুজ্জামান ফকিরের বাড়ির একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়ার জন্য সকালে ওই ইমাম গাছে ওঠেন। এ সময় পা ফসকে গাছ থেকে নিচে পড়ে মারা যান তিনি।
এ ব্যাপারে উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. এমদাদ হোসেন বলেন, নারিকেল গাছ থেকে পড়ে মসজিদের ইমাম হাফেজ মো. রাসেল সরদার মারা গেছে।