Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান যুবলীগ নেতা সাইফুল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান যুবলীগ নেতা সাইফুল

গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে কিনেছিলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। গতকাল রোববার গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সদর) সংসদীয় আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আসনটিতে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ যুবলীগ নেতা। 

সাইফুল ইসলাম গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার স্থায়ী বাসিন্দা। 

সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘২২ নভেম্বর আমি নির্বাচন কমিশন থেকে এ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেব।’ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর-২ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। 

এর আগে গাজীপুর-২ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার জন্য ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এঁরা হচ্ছেন বর্তমান সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোস্তফা হুমায়ন হিমু এবং আওয়ামী লীগ কর্মী মেজবাহ উদ্দিন সরকার রুবেল। 

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, চাইলে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে পারে। এতে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর নির্বাচনে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে তিনি বলেন, প্রভাব পড়ে জনমতের ভিত্তিতে। জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসনে জনপ্রিয়। দলের নেতা-কর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবে।

রামপুরায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী মারা গেছেন

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

রাতে ধর্ষণবিরোধী মঞ্চের মশাল মিছিল, ট্রাইব্যুনাল গঠনসহ পাঁচ দফা দাবি

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে