Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১ 

গাজীপুরের টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে পানিতে ফেলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার দুপুরে র‍্যাব-১–এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার ওই তরুণের নাম সিয়াম আহম্মেদ (১৯)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত মঞ্জু মিয়ার ছেলে। 

র‍্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদের ওপর প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠালে টঙ্গী নৌ ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে। 

এর আগে গত চার মাস আগে উত্তরখান থানার ফায়দাবাদ এলাকায় ফুফু নাদিরার বাসায় থেকে একটি ইলেকট্রনিক শোরুমে চাকরি করতেন। ঈদের দিন রাতে বাসা থেকে বেরিয়ে যান রিফাত। পর দিন সন্ধ্যায় তুরাগ নদের পানিতে তাঁর লাশ ভাষতে দেখা যায়। রিফাতকে হত্যার পর নদের পানিতে ফেলে দেওয়া হয় বলে র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিয়াম এর দায় স্বীকার করেছে। আজ সিয়ামকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হবে। 

নিহত রিফাত মোল্লা (২২) নরসিংদী জেলা রায়পুরা থানার হাইরজারা গ্রামের ইসমাইল হাসানের ছেলে। এ ঘটনায় পরদিন টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া কাভার্ড ভ্যান মুন্সিগঞ্জে উদ্ধার, আটক ৩

সিঙ্গাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি: জামিন পেলেন আসামি মোস্তফা আসিফ

এনআইডি সেবা ইসির অধীনে রাখতে সিইসির কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান