জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ ও ১৬ ডিসেম্বর দুই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একই সঙ্গে ২১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত আট দিন শীতকালীন ও বড় দিনের ছুটি হিসেবে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, বড় দিন ও শীতকালীন ছুটি চলাকালীন ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর চার দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।