রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর নাম দানু চৌধুরী (৮৪)। আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে ঢাকা মেডিকেলে তাঁর মৃত্যু হয়। সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁও নাবিস্কো ও তিব্বতের মাঝামাঝি সাউদান সিএনজি পাম্পের সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তেজগাঁও থেকে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ মর্গে রাখা হয়েছে।
তাঁর বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কালিপুর গ্রামে। বর্তমানে স্ত্রীর সঙ্গে তেজগাঁও কুনিপাড়া এলাকায় থাকতেন। আগে আর্টিস্টের কাজ করতেন। বর্তমানে কিছু করতেন না।
দানু চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী বলেন, তিনি নাখালপাড়ার একটা বাসায় থাকেন। তাঁর বাসার উদ্দেশেই আসছিলেন বাবা দানু চৌধুরী। নাবিস্কো সাউদান সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। সেখান থেকে পথচারীরা তেজগাঁও ইমপালস হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সোয়া ১০টার দিকে তিব্বত ও নাবিস্কোর মাঝামাঝি সাউদান সিএনজি পাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে ইমপালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্বজনরা খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।