Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিলেন ব্যারিস্টার সুমন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিলেন ব্যারিস্টার সুমন 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানীতে বোরাক রিয়েল এস্টেটের নির্মাণ করা ২৮তলা ভবনে অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

আজ রোববার দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে তিনি অভিযোগ নিয়ে আসেন। এ সময় সাংবাদিকদের কাছে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন ব্যারিস্টার সুমন।

ব্যারিস্টার সুমন বলেন, নিয়মবহির্ভূতভাবে চুক্তি সম্পাদন করে উত্তর সিটি করপোরেশনের জমিতে নির্মাণ করা হয় ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স’। ভবনের ৩০ শতাংশ পাবে সিটি করপোরেশন, ৭০ শতাংশ নির্মাতা প্রতিষ্ঠান। এ ধরনের অসম চুক্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে নির্মাণ সময়ে। কিন্তু এই চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হলেও সিটি করপোরেশন বুঝে পায়নি তার অংশ। এর পরও চুক্তি অমান্য করে ১৪তলার জায়গায় ২৮তলা নির্মাণ করে বোরাক রিয়েল এস্টেট। এ থেকে প্রতিষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে কোটি কোটি টাকা আয় করে নেয়। কিন্তু সিটি করপোরেশন তার কোনো টাকা পায়নি। এতে রাষ্ট্রের বিপুল অর্থের ক্ষতি হয়েছে।

সুমন বলেন, ‘এখানে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যা দুদক অনুসন্ধান করলে বেরিয়ে আসবে বলে আমি আশা করি।’

উল্লেখ্য, ২০০৬ সালের মে মাসে বোরাক রিয়েল এস্টেট ও সিটি করপোরেশনের মধ্যে প্রথম চুক্তি হয়েছিল। ১৩তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় ২০০৭ সালের জুলাইয়ে। চুক্তি অনুযায়ী ২০১০ সালের জানুয়ারিতে ভবন নির্মাণের কাজ শেষ করে করপোরেশনকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। চুক্তির আট মাসের মাথায় সেখানে ৩০তলা ফাউন্ডেশন রেখে ১৪তলা ভবন এবং একটির পরিবর্তে তিনটি বেসমেন্ট তৈরির আবেদন করে বোরাক। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের জুনে সিটি করপোরেশন সংশোধিত চুক্তি করে। এরপর ১৩তলার পরিবর্তে ১৪তলা ভবন নির্মাণে সংশোধিত চুক্তি হয়। এর ২৭ দিনের মাথায় আবার ১৪তলার ওপর আরও ১৬তলা করার অনুমতি চেয়ে আবেদন করে বোরাক। কিন্তু অনুমোদনের অপেক্ষা না করে নির্মাণকাজও চালিয়ে যায় তারা।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১