Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে বিলের পানিতে ডুবে নারীর মৃত্যু 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে বিলের পানিতে ডুবে নারীর মৃত্যু 

গাজীপুরের শ্রীপুরে বিলে গোসল করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিবেশী এক নারী নদীতে হাঁস খুঁজতে গিয়ে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পান। 

আজ সোমবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের পুরকাতি বিলে এ ঘটনা ঘটে। নিহত নারী তাসলিমা খাতুন (৩৮) উপজেলার ধামলই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, নিহতের স্বজনেরা বিষয়টি আমাকে মোবাইল ফোনে অবহিত করেছেন। এরপর স্থানীয় ইউপি সদস্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি জানিয়েছি। 

প্রতিবেশী আলতাফ পালোয়ান বলেন, ‘আজ সকালে তাসলিমা খাতুন পাশের পুরকাতি বিলে গোসল করতে যান। এরপর প্রতিবেশী এক নারী তাঁর হারিয়ে যাওয়া হাঁসের খোঁজ করতে বিলের পাড়ে যান। এ সময় বিলের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে ওই নারীর মরদেহ তুলে আনেন।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, পানিতে ডুবে নারীর মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত পুলিশকে কেউ জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

সাভারে মধ্যরাতে বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

দেশ তামাকমুক্ত করতে কড়া নিয়ন্ত্রণ আইনের দাবি

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

সাবেক এমপি মৃণাল কান্তি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

শহরের বাসযোগ্যতা বিপন্ন করতে এখনো ষড়যন্ত্র চলছে: বিআইপি সভাপতি

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা

মাদারীপুরে ট্রিপল মার্ডার: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

এতিমের বরাদ্দসহ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সমাজসেবা কর্মকর্তার নামে দুদকের মামলা

পল্লবীতে ১৬ জন মিলে নারী ‘সাংবাদিককে’ টেনে হিঁচড়ে নির্মাণাধীন ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

রাজধানীর অলিগলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে: ডিএমপি কমিশনার