রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে একটি ক্যাবলস কোম্পানির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।
আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৯টা ৩৫মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ৯টা ৩৮মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।
তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে কাজ করে। রাত ৯টা ৫৮ মিনিটের দিকে আগুন নেভানো হয় বলে জানান তিনি।