সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি বন্ধু সেজে পার্সেল প্রতারণা চক্রের মূল হোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় বিদেশি অস্ত্র ও গুলিসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ এটিএম কার্ড, চেক বই, পকেট রাউটার, সাড়ে তিন লাখ জাল টাকা, প্রতারণার মাধ্যমে আয় করা প্রায় সাড়ে ১১ লাখ এবং বিপুল পরিমাণ সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মূল হোতা বিপ্লব লস্কর (৩৪), তাঁর সহযোগী সুমন হোসেন ওরফে ইমরান (৩১), মোহসিন হোসেন ওরফে শাওন (৩০), ইমরান হাসান ওরফে ইকবাল (৩০), নাজমুল হক রনি (৩০), মোসা. নুসরাত জাহান (২৪) এবং নাইজেরিয়ান নাগরিক চিডি (৪০), ইমানুয়েল (২৬), জন (৩১), আঙ্গোলিনার নাগরিক উইলসন ডা কনসিকাউ (৩৫), ক্যামেরুনের নাগরিক নিগুজেনি পাপিনি (৩২)।
গতকাল রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
প্রতারিত ব্যক্তি মামলার ভয়ে প্রতারক চক্রের দেওয়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে পুনরায় ফোন করে পুলিশ ও সাংবাদিক ম্যানেজের কথা বলে আরও বড় অঙ্কের টাকা দাবি করে এবং ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
প্রতারকেরা তাদের দাবিকৃত টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সঙ্গে সঙ্গে প্রতারণার শিকার ব্যক্তিকে সব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দিত।
অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ আরও বলেন, বিদেশি প্রতারক চক্রটি গ্রেপ্তার বহু বাংলাদেশির সহায়তায় এভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। চক্রটি প্রতারণায় ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টগুলো বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট জাল করে শত শত অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড নিয়েছে। এসব ব্যাংকের চেক ও এটিএম কার্ড ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা তুলে নিত। আর এই টাকা তোলা এবং টাকা ভাগাভাগির কাজটি করতেন বিপ্লব লস্কর। তিনি বিদেশি নম্বর ব্যবহার করে খোলা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি তদারক করতেন। লস্করের সহযোগী হিসেবে কাজ করতেন ইমরান, শাওন ও ইকবাল।
গ্রেপ্তারকৃত বিপ্লবের বিরুদ্ধে মোহাম্মদপুর, খিলক্ষেত ও কাফরুল থানায় মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ শতাধিক মামলা রয়েছে। এ মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।