Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

‘একটি জামাকাপড় পর্যন্ত রেখে যায়নি, বাড়িঘরসহ সব পুড়িয়ে দিয়েছে’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

‘একটি জামাকাপড় পর্যন্ত রেখে যায়নি, বাড়িঘরসহ সব পুড়িয়ে দিয়েছে’

‘গভীর রাতে ঢেউটিনের শব্দে ঘুম ভাঙলে স্বামী ও দেবর-ভাশুর বাড়ির বাইরে বের হয়। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। পরে তারা আমাদের বাড়িতে হামলা-লুটপাট চালায়। একপর্যায়ে আগুন জ্বালিয়ে বাড়িঘরসহ সব পুড়িয়ে দেয়।’

কথাগুলো বলছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের কৃষক মোস্তফা কামালের স্ত্রী পাপন আক্তার। তিনি আরও বলেন, ‘গতকাল সোমবার রাতে শতাধিক মুখোশধারী সন্ত্রাসী আমাদের পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দেয়। গতকাল রাত থেকে এক কাপড়ে আছি। তারা একটি জামাকাপড় পর্যন্ত রাখেনি। সব জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।’

ভুক্তভোগী আব্দুল বারেক বলেন, ‘সবাই ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে টিনের শব্দে ঘুম ভাঙে। এরপর আমরা তিন ভাই বাইরে আসি। সঙ্গে সঙ্গে মুখোশধারী সন্ত্রাসীরা আমাদের গলায় ধারালো অস্ত্র ধরে। এরপর ঘরের সব আসবাবপত্র লুটে নেয় এবং বাড়িতে আগুন দেয়। ওরা চলে গেলে আমরা ডাক-চিৎকার শুরু করি। এরপর আশপাশের লোকজন এগিয়ে আসে। মুখ বাঁধা থাকায় আমরা কাউকে চিনতে পারিনি। প্রতিবেশী আবুল কালামের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সে কারণেই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাদের বাড়িতে আগুন দিয়ে থাকতে পারে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘যে জমিতে তারা বসতবাড়ি করেছে, সেই জমির মালিক আমি। কিন্তু আমি কোনো সন্ত্রাসী ভাড়া করে বসতবাড়ি ভাঙচুর করে আগুন দেইনি।’

আগুন-২এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বসতবাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লালমাটিয়ায় তরুণীর ওপর ‘হামলা’: স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ালেন নারীরা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ