অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির একটি মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. মনজুরুল হোসেন সাবেক এই মন্ত্রীকে খালাস দেন।
আদালত রায়ে বলেছেন, আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় তাঁকে বেকসুর খালাস দেওয়া হলো। আলতাফ হোসেন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ১৮ ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আলতাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন রমনা থানায় মামলাটি করে। তদন্তের পর কমিশন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শালের বিরুদ্ধে আয়ের উৎসের বাইরে ২ দশমিক ৫৬ কোটি টাকার সম্পদ অর্জন এবং ৫৯ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ করেন।
আদেশের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ সাংবাদিকদের বলেন, তাঁকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে এবং আদালত তাঁকে ন্যায়বিচার দিয়েছেন।