Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে নারীকে এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেলেন চালক, বাসে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নারীকে এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেলেন চালক, বাসে অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহতের পর উত্তেজিত জনতা উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজানভাটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় দুজনকে চাপা দেয়। একজন নারী বাসের পেছনে আটকে যান। ওই অবস্থায় নারীকে বাসটি প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে লোকজন ধাওয়া করে বড়বাড়ী এলাকার কাছে বাসটি আটক করে। তাঁরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ সময়ে উত্তেজিত জনতা বাসটি থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এ সময় সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। 

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন জানান, বাস চাপায় এক নারী নিহতের ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে আটক করে বেদম পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিহতের লাশ উদ্ধার ও আহত অবস্থায় চালক ও হেলপারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

শূন্য থেকে কোটিপতি কেয়ারটেকার

পাঁচটি বন্ধ, নয়টি চলে ঝিমিয়ে ২০০ কোটিতে একটির উন্নয়ন

আজিজ মার্কেটে নেই ঈদের চাপ

বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম তিতুমীর শিক্ষার্থীদের

গাজীপুরে কাভার্ড ভ্যানে গুলি-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

‘ঘুষ’ দেওয়াকে বৈধতা দিয়ে রেজল্যুশন: শরীয়তপুর আইনজীবী সমিতির দুঃখ প্রকাশ

ঋণের টাকা জোগাতে ডাকাতিকালে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৫ বছরের জুলুম ফিরিয়ে আনতে চাইলে পরিণতি হবে ভয়াবহ: ড. আবদুল মঈন

স্কুলছাত্র আয়াজ হত্যা মামলার রায় হতে পারে কাল

উপদেষ্টার আশ্বাসে ৮ দিন পর অবস্থান স্থগিত সাবেক ডাকসু নেত্রীর