হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে নারীকে এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেলেন চালক, বাসে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহতের পর উত্তেজিত জনতা উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজানভাটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় দুজনকে চাপা দেয়। একজন নারী বাসের পেছনে আটকে যান। ওই অবস্থায় নারীকে বাসটি প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে লোকজন ধাওয়া করে বড়বাড়ী এলাকার কাছে বাসটি আটক করে। তাঁরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ সময়ে উত্তেজিত জনতা বাসটি থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এ সময় সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। 

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন জানান, বাস চাপায় এক নারী নিহতের ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে আটক করে বেদম পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিহতের লাশ উদ্ধার ও আহত অবস্থায় চালক ও হেলপারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

মুক্তির হাতে জিম্মি বিএডিসি

বৈধ হলে বাড়বে আরও বিশৃঙ্খলা

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে চারজন গ্রেপ্তার

কুষ্টিয়ার ২০ প্রতারণা মামলার আসামি হাফিজুর ঢাকায় গ্রেপ্তার

প্রাণ গোপালের মেয়েকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় জিডি

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংস্কার চায় ব্লাস্ট

খামারবাড়ির বদলি কাণ্ড: দায়িত্ব নিলেন নতুন ডিডি, মাহবুবুর রশীদ অবমুক্ত

ঈদের আগপর্যন্ত ঢাকার যেসব সড়ক নিয়ন্ত্রণ করবে ডিএমপি

সেই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে র‍্যাবের মামলা

রাজধানীতে ৭৭ হাজার জাল ভারতীয় রুপিসহ দুজন গ্রেপ্তার