Ajker Patrika

রাজধানীতে ৭৭ হাজার জাল ভারতীয় রুপিসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জব্দ করা ভারতীয় জাল রুপি, বাংলাদেশি জাল টাকা ও জাল নোট তৈরির প্রিন্টার। ছবি: সংগৃহীত
জব্দ করা ভারতীয় জাল রুপি, বাংলাদেশি জাল টাকা ও জাল নোট তৈরির প্রিন্টার। ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইদুর রহমান (৩২) ও মেহেদী হাসান (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট ও ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জাল নোটসহ একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির প্রিন্টারের ৮টি কালি, ১০০টি ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়। চক্রের আরেক সদস্য পালিয়ে গেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত