Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়ল ৯ বৈদ্যুতিক খুঁটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়ল ৯ বৈদ্যুতিক খুঁটি

নারায়ণগঞ্জের বন্দর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। এতে সড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। গতকাল সোমবার রাত সাড়ে দশটায় মহাসড়কের মদনপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটিগুলি মহাসড়কে পড়ে যায়। এতে একটি বাস ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, বৈদ্যুতিক খুঁটি সরাতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। আপাতত মহাসড়কের ঢাকামুখী লেন দুই অংশে ভাগ করে যান চলাচল করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে দশটা নাগাদ ঢাকা থেকে চট্টগ্রামমুখী সড়কে হঠাৎ একটি খুঁটি বিকট শব্দে পরে যায়। এরপর একে পড়ে যায় টি খুঁটি। এর মধ্যে একটি খুঁটি নাফ পরিবহনের বাসে অপরটি কাভার্ডভ্যানের ওপর পরে। তবে এতে কোনো যাত্রী বা পথচারী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে খুঁটি পড়ে যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে কাচপুর ব্রিজ এবং ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেন বর্ধিতকরণের কাজ চলছে। সোমবার রাতে সেখানকার মাটি সড়ে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ মহাসড়কে পড়ে। এ সময় বৈদ্যুতিক তার লাগানো থাকায় টান লেগে আরও আটটি খুঁটির পড়ে যায়।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন