কেউ ভিড় জমাচ্ছেন পাখিদের স্টলে, কেউ তুলছেন সেলফি, কাছে পেয়ে কেউ কেউ প্রিয় পশুকে হাত দিয়ে ছুঁয়ে দেখছেন। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ মেলায় এমন দৃশ্যই দেখা গেছে। তবে দর্শনার্থীদের বেশি আগ্রহ দেখা গেছে উট, দুম্বাসহ ভিনদেশি পশু-পাখির স্টলগুলোতে।
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার শুরু হয় দুইদিন ব্যাপী এই মেলা। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাণিসম্পদ মেলায় অনেকে ঘুরতে এসেছেন পরিবার নিয়ে। ঢাকার মিরপুর-১৩ এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম দুই কন্যা সন্তান ইরা (৮) ও জারাকে (৩) নিয়ে মেলায় এসেছেন। শরীফুল বলেন, ‘প্রাণীর প্রতি ভালোবাসা থেকে সন্তানদের নিয়ে মেলায় এসেছি। অনেক পশুপাখি আছে সচরাচর দেখা যায় না। বিশেষ করে উট ও দুম্বা আমার বাচ্চারা আগে সরাসরি দেখেনি।’
টিয়া পাখির স্টল আয়েশা বার্ডসে ভিডিও ধারণ করতে দেখা গেছে ফরিদা মল্লিক (৩০) নামের এক দর্শনার্থীকে। তিনি স্বামীকে সঙ্গে নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে মেলায় ঘুরতে এসেছেন। ফরিদা জানান, তিনি কুকুর বিড়াল ও বিভিন্ন প্রজাতির মুরগি দেখেছেন।
মেলাটি আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসি)। আয়োজকেরা বলেছেন, মেলার তিনশতাধিক স্টলে গরু, ছাগল, ভেড়া, দুম্বাসহ কয়েক হাজার পোষা প্রাণী প্রদর্শন করা হয়েছে।
প্রাণিসম্পদ মেলায় চারটি গাড়ল ও তিনটি গরু নিয়ে অংশ নিয়েছেন সিলেট কদমতলী এলাকার আবুল কাশেম চৌধুরী। তিনি জানান, মেলার প্রথম দিন ভালো দামে তিনটি গাড়ল বিক্রি করেছেন। তবে এবারের প্রাণিসম্পদ মেলায় ক্রেতা-বিক্রেতা দুটোই কম বলে দাবি করেছেন হাম্বাপাগলা ডেইরি এন্ড এগ্রোর বিক্রেতা হাফিজুর রহমান। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ৮০০ কেজির বেশি ওজনের তিনটি গরু এনেছেন। এর মধ্যে আমেরিকান প্লাগ-বি ও শাহীওয়াল জাতের গরু রয়েছে। হাফিজ একেকটি গরুর দাম হাঁকছেন ১২ থেকে ১৪ লাখ টাকা।