Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণ: একে একে মারা গেল ৮ জনই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণ: একে একে মারা গেল ৮ জনই

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহিন (২৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ আটজনই মারা গেলেন। শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, ‘শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই আগুনের ঘটনায় সাতজন মারা গিয়েছিলেন।’ 

মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় থাকতেন। 

এর আগে ৩২ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার (৬ আগস্ট) রাতে মারা যান মাজহারুল ইসলাম, ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আলম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে নুর হোসেন। ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে রোববার (৭ আগস্ট) রাতে মারা যান মিজানুর রহমান এবং সোমবার (৮ আগস্ট) রাতে মারা যান মাসুম মিয়া, ৭৫ শতাংশ দগ্ধ নিয়ে আল-আমিন এবং ৮০ শতাংশ দগ্ধ নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে মারা যান শফিকুল ইসলাম। 

গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে।

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা