Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীতে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত

নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ নৌকা ঘাটের পাশে মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের উদ্ধার করা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। নিহত ওই ব্যক্তি রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের মো. নুরু মিয়ার ছেলে ইউসুফ নবী (২৩)।

নিহতের বাবা নুরু মিয়া বলেন, ‘গত সোমবার নরসিংদী সদরের আলোকবালীর মুরাদনগরে পারিবারিকভাবে ললিত উদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে দেই। কিন্তু বিয়ের পরের দিন তাঁর লাশ কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার মনে হয় ওই বাড়ির লোকজন আমার ছেলেকে খুন করে নদীতে ফেলে এভাবে নাটক সাজাচ্ছে। আমার ছেলে সাঁতার জানে। এভাবে নদীতে মরার কথা নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ করছি’।

নুরু মিয়া আরও জানান, এখনও মামলা করিনি। পরিবারের লোকজনের আলোচনা করে পরে সিদ্ধান্ত নিব।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘অজ্ঞাত লাশের খবর পেয়ে নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠালে আমরা তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। নিহতের অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্তের কাজ শুরু করব।’

এর আগে গত মঙ্গলবার উপজেলার শ্রীনগর ইউনিয়ের সায়দাবাদঘাট এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন মঙ্গলবার সন্ধ্যায় নৌ পুলিশ ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ মর্গে পাঠান। পরে রাতে অজ্ঞাত ওই যুবকের স্বজনরা খবর পেয়ে লাশ নাম পরিচয় শনাক্ত করেন বলে জানা গেছে।

আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি, চাপাতির কোপে ব্যবসায়ীর মৃত্যু

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ