Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নিহত

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নিহত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রী রিনা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রাম থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সেকান্দার কাজী পলাতক রয়েছেন। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানা যায়, ২০০০ সালে নড়িয়া উপজেলার লোনসিং গ্রামের হারুন রশিদ সরদারের মেয়ে রিনা বেগমের সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের সেকান্দার কাজীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ভালোই চলছিল তাঁদের সংসার। এই দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই কৃষিকাজ করে সংসার চালাতেন। তবে বেশ কিছুদিন যাবৎ স্বামী সেকান্দার বেকার জীবন যাপন করায় তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। গত রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে স্ত্রী রিনাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন সেকান্দার। হত্যার পর তিনি পালিয়ে যান। 

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রিনার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার