জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিয়েছেন মো. ওহিদুজ্জামান। আজ মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল হালিম বলেন, রেজিস্ট্রার পারিবারিক কারণে পিআরএল ছুটি ভোগের আবেদন করেন। বিশ্ববিদ্যালয় তাঁর আবেদন গ্রহণ করেছে। তিনি দুপুরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।
ওহিদুজ্জামান ২০০৯ সালের ১৫ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদান করেন। ২০২৩ সালের ১৩ জুন তাঁর নিয়মিত চাকরি মেয়াদ শেষ হয়। একই বছর ১৪ জুন তিনি এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকালই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে।
এক বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত নিয়োগের বিষয়টি জানানো হয়। এ নিয়োগ আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।