হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে কলোনির আগুন নিয়ন্ত্রণে, ৪০ কক্ষ পুড়ে ছাই 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে দুটি কলোনির অন্তত ৪০টি কক্ষ পুড়ে গেছে। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সুলতান ও মোখলেসের কলোনি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের কয়েকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটিসহ চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে কলোনির ৪০টি টিনশেডের কক্ষ ও মালামাল পুড়ে গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের থেকে আগুন ছড়িয়ে পড়েছিল।

মুক্তির হাতে জিম্মি বিএডিসি

বৈধ হলে বাড়বে আরও বিশৃঙ্খলা

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে চারজন গ্রেপ্তার

কুষ্টিয়ার ২০ প্রতারণা মামলার আসামি হাফিজুর ঢাকায় গ্রেপ্তার

প্রাণ গোপালের মেয়েকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় জিডি

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংস্কার চায় ব্লাস্ট

খামারবাড়ির বদলি কাণ্ড: দায়িত্ব নিলেন নতুন ডিডি, মাহবুবুর রশীদ অবমুক্ত

ঈদের আগপর্যন্ত ঢাকার যেসব সড়ক নিয়ন্ত্রণ করবে ডিএমপি

সেই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে র‍্যাবের মামলা

রাজধানীতে ৭৭ হাজার জাল ভারতীয় রুপিসহ দুজন গ্রেপ্তার