Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে কলোনির আগুন নিয়ন্ত্রণে, ৪০ কক্ষ পুড়ে ছাই 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কলোনির আগুন নিয়ন্ত্রণে, ৪০ কক্ষ পুড়ে ছাই 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে দুটি কলোনির অন্তত ৪০টি কক্ষ পুড়ে গেছে। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সুলতান ও মোখলেসের কলোনি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের কয়েকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটিসহ চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে কলোনির ৪০টি টিনশেডের কক্ষ ও মালামাল পুড়ে গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের থেকে আগুন ছড়িয়ে পড়েছিল।

শূন্য থেকে কোটিপতি কেয়ারটেকার

পাঁচটি বন্ধ, নয়টি চলে ঝিমিয়ে ২০০ কোটিতে একটির উন্নয়ন

আজিজ মার্কেটে নেই ঈদের চাপ

বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম তিতুমীর শিক্ষার্থীদের

গাজীপুরে কাভার্ড ভ্যানে গুলি-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

‘ঘুষ’ দেওয়াকে বৈধতা দিয়ে রেজল্যুশন: শরীয়তপুর আইনজীবী সমিতির দুঃখ প্রকাশ

ঋণের টাকা জোগাতে ডাকাতিকালে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৫ বছরের জুলুম ফিরিয়ে আনতে চাইলে পরিণতি হবে ভয়াবহ: ড. আবদুল মঈন

স্কুলছাত্র আয়াজ হত্যা মামলার রায় হতে পারে কাল

উপদেষ্টার আশ্বাসে ৮ দিন পর অবস্থান স্থগিত সাবেক ডাকসু নেত্রীর