হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিনে গোপালগঞ্জে ছাত্রলীগ আয়োজিত শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস গেটে এ ঘটনা ঘটে। 

এর আগে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে কেক কেটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কেক কাটা শেষে কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। কলেজ ক্যাম্পাস ঘুরে শোভাযাত্রা নিয়ে সড়কে বের হতে গেলে কলেজ ক্যাম্পাস গেটে পুলিশ বাধা দেয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্রলীগ অনেকেই দৌড়ে পালিয়ে যায়। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর হতে পারে, এমন আশঙ্কায় শোভাযাত্রা নিয়ে রাস্তায় বের হতে বাধা দেওয়া হয়েছে। 

এ ছাড়া শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দুটি উপজেলা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ জেলার আর কোনো উপজেলায় সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনা এবং সেনাবাহিনীর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটের ঘটনায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। এ কারণেই এ জেলার অধিকাংশ নেতাকর্মী রয়েছেন আত্মগোপনে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন