নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে রোববার রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।