হোম > সারা দেশ > ঢাকা

দেখে মনে হয় র‍্যাবের সদস্য, পরিচয় দেন গোয়েন্দা পুলিশের

সাভার (ঢাকা) প্রতিনিধি

সন্দেহজনকভাবে এলাকায় ঘুরছিলেন এক নারী ও এক পুরুষ। দুজনেরই পরনে কালো শার্ট। স্থানীয় বাসিন্দারা পরিচয় জানতে চাইলে বলেন, তাঁরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব তাঁদের। পরে পরিচয়পত্র দেখতে চেয়ে না পেলে র‍্যাবে খবর দেন স্থানীয় বাসিন্দারা। র‍্যাব-৪-এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে। 

আজ রোববার গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানা থেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শিমুলতলা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম। 

গ্রেপ্তার আসামিরা হলেন রাজবাড়ী জেলা সদরের ঘোষবাড়ী গ্রামের বাসিন্দা ইসরাত জাহান সুমি (২৬) এবং ঢাকার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের শামাইর গ্রামের বাসিন্দা ফারদীন ইসলাম (২২)। 

মামলার এজাহারে বলা হয়, সুমি ও ফারদীন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে স্থানীয় কয়েকজন মিলে তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর বা ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। আইডি কার্ড দেখতে চাইলে তাঁরা দেখাতে না পেরে পালিয়ে যেতে চান। পরে র‍্যাবে খবর দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন দুজন মিলে ছদ্মবেশ ধারণ করে ডিবি সদস্য সেজে এলাকায় এসেছে। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আসামিরা নিজেদের কখনো আইনশৃঙ্খলা বাহিনী, আবার কখনো ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিতেন। ঘটনাস্থল থেকে র‍্যাব তাঁদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। পরে স্থানীয় একজন বাদী হয়ে মামলা করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ কর্মকর্তা আরও জানান, মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। এ ছাড়া তাঁদের ড্রেস দেখে যে কেউ প্রথমে মনে করবেন তাঁরা র‍্যাবের সদস্য।

ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ল্যাসিক মেশিন অকেজো, চিকিৎসাবঞ্চিত রোগীরা

দেশে কিডনি রোগী পৌনে ৪ কোটি

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা