ন্যাশনাল হাউস হোল্ড ডাটা বেইজ (এনএইচডি) প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের অভিযোগে দুদকে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনে করা ওই আবেদন ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এই সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী আবু জাফর শেখ মানিক। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী আবু জাফর বলেন, দরিদ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হাউস হোল্ড ডাটা বেইজ (এনএইচডি) প্রকল্প পরিচালনা করা হয়। ওই প্রকল্পে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উঠে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে।
ওই অভিযোগ নিষ্পত্তি না করায় রিট করা হয়। হাইকোর্ট আবেদনটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। আর অনিয়মের অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।