Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করায় তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

গতকাল রোববার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন দলের টাঙ্গাইল জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হালিম সরকার লাল এবং সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন কমিটির সভাপতি হুমায়ুন খান।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত আবদুল হালিম সরকার লাল দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। অথচ তাঁর নিজ এলাকা সখীপুর উপজেলার বড়চওনা ইউপি নির্বাচনে দলীয়ভাবে অংশ না নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাতে কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। পরে সেখানে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়ে দলীয় গামছা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

অন্যদিকে উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নে দলটির ইউনিয়ন কমিটির সভাপতি হুমায়ুন খান দলীয় মনোনয়ন না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী হয়েছেন রিয়াজ উদ্দিন ওরফে নয়ন হাজি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আজাদী রহমান আলীম আজকের পত্রিকাকে বলেন, সারা বছর দলীয় সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনের সময় দলীয় সিদ্ধান্ত না মানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

রামপুরায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী মারা গেছেন

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

রাতে ধর্ষণবিরোধী মঞ্চের মশাল মিছিল, ট্রাইব্যুনাল গঠনসহ পাঁচ দফা দাবি

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে