Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় ব্রহ্মপুত্র নদে মিলল অর্ধগলিত লাশ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় ব্রহ্মপুত্র নদে মিলল অর্ধগলিত লাশ 

নরসিংদীর রায়পুরায় পুরাতন ব্রহ্মপুত্রের শাখা নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলা মুছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর দাইড়ের পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌপুলিশ। 

পলিশ বলছে, এটি মরা নদী। পানি প্রবাহ নেই। তাই অন্যত্র থেকে লাশ ভেসে আসেনি। ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা বেলা ১১টার দিকে দাইড়েরপাড় গ্রামের রাস্তা দিয়ে চলাচলের সময় মরানদী থেকে দুর্গন্ধ পান। তাঁদের সন্দেহ হলে কয়েকজন যুবক নৌকায় চড়ে নদীর মাঝখানে গিয়ে মরদেহটি ভাসতে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসী ভিড় করেন। ছবি: আজকের পত্রিকাখবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন পলাশ, উপপরিদর্শক ফয়সাল আহাম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া, ইউপি সদস্য আসাদ মিয়া প্রমুখ। 

মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিরুল শিকদার বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অর্ধগলিত লাশের বয়স ২৫-৩০ বছর। শরীরে পোকামাকড় পড়ে পচন ধরেছে। পরিচয় শনাক্তে কাজ করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ