গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা।
আজ শুক্রবার দুপুরে আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলিয়া সরোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন তারা।
এ সময় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শারমিন জাহান মেরিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।