সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সোয়ানুর জামান নয়নের কফিনে জানাজা অনুষ্ঠানের আগে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ার ফাইটারের সংক্ষিপ্ত বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর প্রয়াত ফায়ার ফাইটারের দুজন আত্মীয় সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁরা নয়নের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চান। এরপর জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।
জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সোয়ানুর জামান নয়নের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তাঁর গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের উদ্দেশে যাত্রা করেন। শিশুকালে বেড়ে ওঠা নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত করা হবে সোয়ানুর রহমান নয়নের মরদেহ।
গতকাল বুধবার রাত সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিদুর্ঘটনা ঘটে। ঢাকার ১২টি ফায়ার স্টেশন থেকে ১৯টি ইউনিট এবং ২১১ জন কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ের অগ্নিনির্বাপণে অংশগ্রহণ করে। দুর্ঘটনায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলা থেকে ৯ম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়ন অগ্নিনির্বাপণে নিয়োজিত থাকা অবস্থায় সচিবালয়ের দক্ষিণ পাশের রাস্তায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই আগুনে ফায়ার সার্ভিসের অপর চারজন সদস্য আহত হন, তবে আহতদের সবার অবস্থা ভালো আছে।