নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ শনিবার ভোরে রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩২ বোরের একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রূপগঞ্জের চনপাড়া ৬ নম্বর ওয়ার্ডের নয়ন (২০) ও চনপাড়া ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহান (২৫)।
ডিবির উপপরিদর্শক মিজান বলেন, ‘নয়নের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ৬ টি মামলা রয়েছে। অন্যদিকে শাহজাহানের বিরুদ্ধে একটি অস্ত্রসহ ৫ টি মামলা রয়েছে। তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।’