Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে মাছ ধরা নিয়ে ঝগড়া, চাচার হাতে মারধরের শিকার ভাতিজার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে মাছ ধরা নিয়ে ঝগড়া, চাচার হাতে মারধরের শিকার ভাতিজার মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে চাচার হাতে ভাতিজা নুরুল হক (৪৫) খুন হয়েছেন। আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত ১৬ মার্চ সকালে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ছনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল হক একই এলাকার লতিফ হোসেনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ মার্চ বিকেলে বাড়ির পাশের বিলে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে তাঁর আপন চাচা আব্দুল হাশেমের কথাকাটাকাটি হয়। এর জেরে পরদিন সকালে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হলে তাঁর চাচা আব্দুল হাশেম, চাচাতো ভাই বাবু ও সোহাগ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।

খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে নুরুল হককে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আগেই একটি মামলা করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে। এ ঘটনায় বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

রামপুরায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী মারা গেছেন

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

রাতে ধর্ষণবিরোধী মঞ্চের মশাল মিছিল, ট্রাইব্যুনাল গঠনসহ পাঁচ দফা দাবি

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে