রাজধানীতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের জন্য সিটি করপোরেশনের কাছ থেকেও অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, রাজধানীতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এখন থেকে রাজউকের পাশাপাশি সিটি করপোরেশনেরও অনুমোদন নিতে হবে।
আজ রোববার স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা শেষে তিনি এ কথা বলেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।