Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সহিংসতার ঘটনায় ফরিদপুরসহ সারা দেশে আটক এইচএসসি পরীক্ষার্থী ও সব শিক্ষার্থীকে মুক্তি না দেওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ফরিদপুরের পরীক্ষার্থীরা। এ বিষয়ে পৃথকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়েছেন চারটি কলেজের শিক্ষার্থীরা। 

কলেজ চারটি হলো—ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ ও ফরিদপুর সিটি কলেজ। এই চার প্রতিষ্ঠানের লোগো সংবলিত প্যাডে লিখিতভাবে বিবৃতি প্রকাশ করা হয়। 

এতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যত দিন পর্যন্ত অন্যায়ভাবে সব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি না দেওয়া হয়, তত দিন পর্যন্ত কোনো পরীক্ষার্থী ঢাকা বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না। 

এদিকে সহিংসতার ঘটনায় ফরিদপুরে চারটি মামলার এজাহার তথ্যে জানা যায়, ৬৮ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ২১ জন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এর মধ্যে সদরপুর থানায় একটি মামলায় এজাহারভুক্ত ১৭ জন আসামির মধ্যে ১৪ জন শিক্ষার্থী রয়েছে। তারা সদরপুর সরকারি কলেজের শিক্ষার্থী। 

ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলায় এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজন শিক্ষার্থী রয়েছেন। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন। তাঁরা হলেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শাহ মো. আরাফাত (২৪) ও জনি বিশ্বাস (২০)। দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। 

অপর দিকে ভাঙ্গা থানায় একটি মামলায় এজাহারভুক্ত ৪৮ জন আসামির মধ্যে পাঁচ শিক্ষার্থীরা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ভাঙ্গা কাজী মাহাবুবুল্লাহ সরকারি কলেজের আকরাম মাতুব্বর (২০), মেহেদী মাতুব্বর (২০) ও মো. মুরসালিন (১৮) এবং নগরকান্দা সরকারি কলেজের সাব্বির (২২) ও শাওন (১৮)। তাঁরা উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। 

এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, ‘ছাত্রদের আসামি না করার বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার আগেই মামলাগুলো হয়েছে। এ বিষয়ে ওপরের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব।’

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ