Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, সপরিবারে পলাতক যুবক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, সপরিবারে পলাতক যুবক

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটেছে উপজেলার রায়পুরা ইউনিয়নের মাহমুদপুর এলাকায়।

নিহত লাভলী আক্তার (৩০) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত লাভলীর স্বামী সুজন মিয়া (৩৫)। তিনি একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, বিভিন্ন বিষয় নিয়ে গৃহবধূ লাভলী আক্তারের সঙ্গে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে তাদের মধ্যে কয়েক দফা ঝগড়া হয়। রোববার ভোরে অবারও ঝগড়ার শব্দ শুনতে পায় প্রতিবেশীরা। লাভলী আক্তারের স্বজনদের ধারণা ভোরে কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করেন তাঁর স্বামী সুজন। পরে লাভলীর অবস্থার অবনতি দেখে বাড়ির লোকজনসহ পালিয়েছেন তাঁরা। পরে সকালে স্থানীয়রা গৃহবধূ লাভলী আক্তারের শোয়ারঘরে গলা ও শরীরে ছুরির ক্ষতসহ মরদেহ দেখতে পান। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে এবং পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।’

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ