Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে অটোচালক আল আমীন হত্যা মামলার একমাত্র আসামি গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে অটোচালক আল আমীন হত্যা মামলার একমাত্র আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে সিএনজি চালিত অটোরিকশার চালক আল আমীন (৩৩) হত্যা মামলার একমাত্র আসামি তৌহিদুল ইসলাম তুহিন ওরফে তফিকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার তৌহিদুলের বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গুণটিয়া গ্রামে। 

তৌহিদুলকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, ‘আল আমীন হত্যা মামলার একমাত্র আসামি তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।’ 

পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর বুধবার রাতে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাস স্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে অটোরিকশাচালক আল আমীন নিহত হন। তাঁর ছোট বোনের সঙ্গে স্বামীর ছাড়াছাড়ির পর দেনমোহরের টাকা নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকেই তৌহিদুল পলাতক থাকেন। 

আল আমীনের বাবা মো. বাদশা মিয়া বাদী হয়ে তৌহিদুল ইসলাম তুহিন ওরফে তফিকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ শনিবার সকালে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা জানান।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১