Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৪ 

মাদারীপুর প্রতিনিধি

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৪ 

মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আসামি পক্ষের লোকের হামলায় আহত হয়েছেন পলাশ কুমার দাস নামের এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় আজ সোমবার সকালে ৪ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় গতকাল রোববার রাত ১০টায় এ ঘটনা ঘটে। আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। এ সময় আসামি লাট্টু ব্যাপারী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। তিনি জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু ব্যাপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তাঁর ফোর্সের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আসামির ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘হামলার সময় আসামি পক্ষের অনেক লোক ছিল। আমরা ৪ জনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তাদের আটক করতে পারিনি। তাদের ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন