Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বাবার কবরের পাশে বাঘা আওয়ামী লীগ নেতা বাবুলের দাফন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

বাবার কবরের পাশে বাঘা আওয়ামী লীগ নেতা বাবুলের দাফন

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাঁওপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে বাবা আমিরুল ইসলাম আমুর কবরের পাশে দাফন করা হয় তাঁকে। 

আশরাফুল ইসলাম বাবুলের জানাজার নামাজ পড়ান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর মিঞা। জানাজার নামাজের আগে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুম বাবুলকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। 

জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক চিন্ময় কুমার, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল প্রমুখ। 

উল্লেখ্য, শনিবার (২২ জুন) সকালে বাঘা উপজেলা আওয়ামী লীগের ডাকে উপজেলা পরিষদের সামনে বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করে উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে একইদিনে উপজেলা দলিল লেখক সমিতির জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আক্কাছ সমর্থিতরা। 

বিক্ষোভ মিছিলটি পৌরসভার সামনে সড়কে শুরু করে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে উভয়ের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হয়। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেওয়া হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন