Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কারখানার কর্মকর্তাদের জিম্মি করে ২০ লাখ টাকা ছিনতাই, নারী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে কারখানার কর্মকর্তাদের জিম্মি করে ২০ লাখ টাকা ছিনতাই, নারী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কারখানার কর্মকর্তাদের জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাসের প্রায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মিতু আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মিতু আক্তারকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি মৌলভীবাজার সদরের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ জুন শ্রীপুর উপজেলার সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কয়েক যুবক র‍্যাব পরিচয়ে কারখানার তিন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাঁদের কাছ থেকে শ্রমিকদের বেতন-বোনাসের ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ মামলা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার সূত্র ধরে গত ১২ জুন অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে ডাকাত দলের নারী সদস্য মিতু আক্তারকে গ্রেপ্তার করা হয়। ডাকাত দলের মূল হোতার নির্দেশনায় মিতু বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে ঘোরাফেরা করতেন। এ সময় বড় অঙ্কের লেনদেন হলে বিষয়টি ডাকাত দলের সর্দারকে জানাতেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার নারী আসামিকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাভারে মধ্যরাতে বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

দেশ তামাকমুক্ত করতে কড়া নিয়ন্ত্রণ আইনের দাবি

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

সাবেক এমপি মৃণাল কান্তি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

শহরের বাসযোগ্যতা বিপন্ন করতে এখনো ষড়যন্ত্র চলছে: বিআইপি সভাপতি

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা

মাদারীপুরে ট্রিপল মার্ডার: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

এতিমের বরাদ্দসহ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সমাজসেবা কর্মকর্তার নামে দুদকের মামলা

পল্লবীতে ১৬ জন মিলে নারী ‘সাংবাদিককে’ টেনে হিঁচড়ে নির্মাণাধীন ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

রাজধানীর অলিগলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে: ডিএমপি কমিশনার