Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বড় বড় সাংবাদিক ম্যানেজ করেই এসেছি, এমন কথা বলিনি: মতিউরের স্ত্রী লায়লা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

বড় বড় সাংবাদিক ম্যানেজ করেই এসেছি, এমন কথা বলিনি: মতিউরের স্ত্রী লায়লা

‘বড় বড় সাংবাদিক ম্যানেজ করেই এসেছি’—এমন কথা বলেননি বলে দাবি করেছেন ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।

গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই দাবি করেন লায়লা কানিজ।

লায়লা কানিজ লাকী। ছবি: সংগৃহীতলায়লা কানিজ লাকী বলেন, ‘গত ২৭ জুন উপজেলা পরিষদে উপস্থিত হয়ে কাজকর্ম শেষে কারও সঙ্গে কোনো প্রকার বাক্যবিনিময় ছাড়াই গাড়িতে করে গন্তব্যে ফিরি। সব বড় বড় সাংবাদিক ম্যানেজ করেই এসেছি—এমন কথা কখনোই বলিনি। কে বা কারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। দয়া করে পরবর্তী সময়ে সত্য সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানাই।’

এর আগে ছাগলকাণ্ডে আলোচনায় আসার ১৪ দিন পর ২৭ জুন জনসমক্ষে আসেন লায়লা কানিজ লাকী। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি। পরবর্তী সময়ে ‘সব বড় বড় সাংবাদিক ম্যানেজ করেই এসেছি, সব ঠিক হয়ে যাবে’—লায়লার এমন মন্তব্য মিডিয়ায় প্রকাশ পায়। এত দিন পর এসে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন।

লায়লা কানিজ লাকী সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে যুক্ত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলার চেয়ারম্যান হন। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। ছাগলকাণ্ডের পর তাঁর নামে ব্যাপক সম্পদ থাকার বিষয়টি আলোচনায় আসে।

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানে একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির তল্লাশি

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত