‘বড় বড় সাংবাদিক ম্যানেজ করেই এসেছি’—এমন কথা বলেননি বলে দাবি করেছেন ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।
গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই দাবি করেন লায়লা কানিজ।
এর আগে ছাগলকাণ্ডে আলোচনায় আসার ১৪ দিন পর ২৭ জুন জনসমক্ষে আসেন লায়লা কানিজ লাকী। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি। পরবর্তী সময়ে ‘সব বড় বড় সাংবাদিক ম্যানেজ করেই এসেছি, সব ঠিক হয়ে যাবে’—লায়লার এমন মন্তব্য মিডিয়ায় প্রকাশ পায়। এত দিন পর এসে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন।
লায়লা কানিজ লাকী সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে যুক্ত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলার চেয়ারম্যান হন। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। ছাগলকাণ্ডের পর তাঁর নামে ব্যাপক সম্পদ থাকার বিষয়টি আলোচনায় আসে।