Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবি ছাত্রী নিহত

জাবি প্রতিনিধি 

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবি ছাত্রী নিহত
নিহত আফসানা রাচি। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নতুন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী ছিলন। তিনি বীরপ্রতীক তারামন বিবি হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

আফসানাদের গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলায়। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁরা সপরিবারে ঢাকায় থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আফসানা রাচি নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হচ্ছিলেন। তখন ডেইরি গেটের দিক থেকে ব্যাটারিচালিত একটি রিকশা এসে সজোরে ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভার এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে (আফসানা রাচি) এখানে নিয়ে আসা হলে শারীরিকভাবে কোনো সাড়া ছিল না। পরে ইসিজি করা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হ‌ওয়া যায়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে।’

ঘটনার সঙ্গে জড়িত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।"

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন