Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সমস্যা দেখতে গিয়ে ওই বাসের চাপায় সুপারভাইজার নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সমস্যা দেখতে গিয়ে ওই বাসের চাপায় সুপারভাইজার নিহত

রাজধানীর তুরাগে বাসের সমস্যা দেখতে গিয়ে ওই বাসের চাপায় আলী আক্কাস (৩৮) নামের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির চালক রায়হান (৪২) পলাতক রয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে তুরাগের প্রত্যাশা ব্রিজসংলগ্ন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ওই সুপারভাইজার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি গ্রামের দেবুখার ছেলে। বর্তমানে তিনি তুরাগের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের পেছনে একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। এ ছাড়া প্রজাপতি পরিবহনের ঢাকা মেট্রো ব-১২-০০৪৩ নম্বরের বাসটিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন আজকের পত্রিকাকে জানান, প্রজাপতি পরিবহনের ওই বাসটি রাস্তার পাশে সাইড করে তারা দুপুরের খাবার খান। ওই সময় তাঁরা বলাবলি করছিলেন, গাড়িতে কোনো একটা সমস্যা আছে। গাড়ি থেকে আওয়াজ করে। পরে খাওয়া শেষ করে ওই গাড়ির ড্রাইভার রায়হান স্টিয়ারিংয়ে বসেন। আর সুপারভাইজার আলী আক্কাস গাড়ির নিচে সমস্যা দেখতে ঢোকেন। এমন সময় হঠাৎ করে গাড়িটি পেছন দিকে চলে এলে চাপা পড়ে মারা যান আলী আক্কাস। 

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, গাড়িটির পেছনে সুপারভাইজার দাঁড়িয়ে ছিলেন। স্টিয়ারিংয়ে ড্রাইভার ছিলেন। তখন গাড়িটি অন অবস্থায় ছিল। সেই সঙ্গে ঢালু জায়গায় নিউট্রাল অবস্থায় পার্ক করা ছিল। হঠাৎ করে গাড়িটি পেছনে চলে এলে ওই সুপারভাইজার চাপা পড়ে মারা যান। 

ওসি মেহেদী হাসান আরও বলেন, ওই ঘটনায় গাড়িটির ড্রাইভার পলাতক রয়েছেন এবং গাড়িটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হবে। 

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা