Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দানের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

ইজতেমা ময়দানের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষের পর টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং সংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ, পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে তিনজন নিহতের পর এ নির্দেশনা দিল পুলিশ। আজ বুধবার ভোর ৪টার দিকে পাঁচ দিনের জোড় ইজতেমা পালনকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪০-৫০ জন আহত হয়েছেন।

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সংঘর্ষে নিহতরা হলেন—তাবলিগ জামাতের বাংলাদেশি নেতা মাওলানা জুবায়েরের অনুসারী কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার আমিনুল ইসলাম বাচ্চু (৫৫) ও ঢাকা জেলার দক্ষিণখান থানার বেরাইদ এলাকার বেলাল (৬০), ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারী বগুড়া জেলার তাইজুল ইসলাম (৬৫)।

এদিকে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দান থেকে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিশ্ব ইজতেমার মাঠ ছাড়ার পর সরকার ওই মাঠের দায়িত্ব নেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বুধবার সরকারের পাঁচজন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ সাংবাদিকদের এ তথ্য জানান।

রক্তমাখা ভ্যান দেখিয়ে দিল ‘খুনিকে’, উদ্ধার গলাকাটা লাশ

টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর