ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি এক দিন বয়সী মেয়েশিশু ছিল।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের মেইন গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ফুটপাতে একটি ব্যাগে নবজাতকের মরদেহ দেখে লোকজন প্রথমে পুলিশ ক্যাম্পে খবর দেয়। এরপর ঘটনাটি শাহবাগ থানায় জানানো হয়। থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, সকালে ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে ফুটপাত থেকে ব্যাগে ভর্তি ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। মৃত অবস্থায় কে বা কারা নবজাতককে ব্যাগে ভরে সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।