Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাড্ডায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর বাড্ডার ময়নারবাগ এলাকায় সালমান খান নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কারা কি কারণে ওই কিশোরকে পিটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা। 

পুলিশ বলছে, ঘটনাটি খোঁজখবর নেওয়া হচ্ছে। সালমান বাড্ডার স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। 

সালমান খানের বড় ভাই মেহেদী হাসান বলেন, ‘তারা বাড্ডার ময়নারবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তার ছোট ভাই আজ বেলা সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হয়। পরে বাসার কাছে অজ্ঞাত ব্যক্তিরা সালমানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সালমান।’ 

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসীন গাজী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, অবাক হব না: সোলায়মান সেলিম