রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুদিন পর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের একটি ভুট্টা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকাশ মোল্লা (১২) উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাসির মোল্লার ছেলে।
আকাশ মোল্লার মামা রফিক শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আকাশ মোল্লা তার বাবা-মাসহ বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে নানা বাড়িতে থাকে। সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করছে। গত শনিবার বিকেলে বাবার ভ্যান নিয়ে বাইরে বেড় হয়। এরপর অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে লোকমুখে জানতে পারি হাবাসপুর পদ্মা নদীর চরে এক শিশুর মরদেহ পাওয়া গেছে। এখানে এসে দেখি আমার ভাগনের লাশ।’