Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রামের ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নিখিল কুমার বিশ্বাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৪৮ জন শিক্ষার্থীর সবাই ফরম পূরণের টাকা জমা দিয়েছিল। তবে তাদের অতিরিক্ত কিছু টাকা দেওয়া বাকি ছিল। পরবর্তীকালে ওই টাকা পরিশোধ করে শিক্ষার্থীরা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ রক্ষা না করায় তাদের ফরম ফিলাপ হয়নি। শিক্ষার্থীরা বোর্ডে যোগাযোগ করেও সুযোগ না পেলে রিট করা হয়। 

তিনি বলেন, আগামী রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তাই তাদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ করতে বলেছেন আদালত। এরই মধ্যে আদালতের আদেশ ফ্যাক্স, ই–মেইল করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। 

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট রুল ও আদেশ দিয়েছেন। যাতে তারা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল সমাবেশ

মাগুরার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাবিতে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার দাবি

কেউ করছেন বাজার যাচাই, কারও কেনাকাটা প্রায় শেষ

অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

যৌন হেনস্তার শিকার শিক্ষার্থীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য