Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বিলবোর্ড টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কর্মচারীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে বিলবোর্ড টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কর্মচারীর মৃত্যু

রাজধানীর উত্তরা আজমপুরে বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুতায়িত এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁরা দুজনই একটি বিজ্ঞাপন সংস্থার কর্মচারী। 

আজ সোমবার বেলা ১১টার দিকে আজমপুর হোসেন টাওয়ারের পাশে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত ব্যক্তির নাম—হৃদয় সূত্রধর (৩০)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সাওয়ালী মহেরা গ্রামের রামকৃষ্ণ সূত্রধরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মো. রাশেদ মিয়া (২৩)। 

দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান ওই বিজ্ঞাপন সংস্থার মার্কেটিং অফিসার পবিত্র বণিক। তিনি আজকের পত্রিকাকে জানান, কালকেয়ার টেকনোলোজি নামে একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন তারা। তাদের অফিস গুলশানে। ওই দুজন বোর্ড লাগানোর কাজ করে। আজকে আজমপুর হোসেন টাওয়ারের তৃতীয় তলায় একটি মোবাইল কোম্পানির বিলবোর্ড লাগাচ্ছিলেন তাঁরা। 

পবিত্র বণিক আরও জানান, রাশেদ ও হৃদয় হোসেন টাওয়ারের তিন তলায় ওঠার জন্য একটি স্টিলের মই নিয়ে আসে। এ সময় ওপরে চার হাজার ভোল্টেজের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় তারা। পরে তাদের দুজনকে দ্রুত উত্তরা বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসলে হৃদয় নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাশেদের বাম পা ঝলসে গেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১