Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১8) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ শনিবার মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের
(ব্রি) ভেতরে এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র মহানগরীর চান্দনা এলাকার বাসিন্দা এক্তার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজাহার হাট এলাকায়। সে স্থানীয় চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। 
 
নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার দুপুরে আল আমিনসহ চারজন ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যায়। এ সময় চার-পাঁচ ছিনতাইকারী তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তাদের দিয়ে দিতে বলে।

একপর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। 
 
আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক জানান, ‘শনিবার দুপুরের দিকে আল আমিন (১৯), তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যাই। পরে সেখানে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়। 

পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের গাফিলতির কারণে সেখানে ভর্তি অবস্থায় বেলা ১টার দিকে আল আমিন মারা যায়।’ 

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক হাসনিন জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে আনা হলে আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। উন্নত চিকিৎসার জন্য যে অন্যত্র রেফার্ড করব আমরা এ সময়ও পাইনি। এখানে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।’

সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ছিনতাইকারী সন্দেহে ধাওয়া, ৩ জনের বুড়িগঙ্গায় ঝাঁপ, পাড়ে উঠে পিটুনিতে নিহত ১

গাজীপুরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত, আটক ২

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ